ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ৬ মে ২০২৪  

শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

উৎসবমুখর পরিবেশে চলছে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। প্রচারণার শেষ সময় ঘনিয়ে আসায় মিটিং, মিছিল আর গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পছন্দের প্রার্থী নিয়ে কর্মী আর সমর্থকদের মাঝে বাক-বিতন্ডা এখন তুঙ্গে। কে কতটুকু এগিয়ে এ নিয়ে চলছে চুল-চেরা বিশ্লেষণ। চায়ের স্টল আর আড্ডার স্থলগুলো হয়েছে তর্ক-বিতর্কের কেন্দ্র বিন্দু। ক্রমেই উত্তপ্ত হচ্ছে নির্বাচনী মাঠ। আসছে ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচন। সময় যতই গড়াচ্ছে ততই বাড়ছে প্রার্থীদের তোড়জোড়। কে পরবে জয়ের মালা- এ প্রশ্ন এখন সর্বত্র। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে কর্মী ও ভোটারদের সাথে কথা বলে ওঠে আসে এমন তথ্য।

জানা যায়, শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল ( হেলিকপ্টার প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম (কই মাছ প্রতীক), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো, তারিকুল ইসলাম ভাসানী (কাপ পিরিচ প্রতীক), সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা খন্দকার ফারুক আহমেদ (আনারস প্রতীক), উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ (ঘোড়া প্রতীক), সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সুজা (দোয়াত কলম প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল মতিন (মোটরসাইকেল প্রতীক)।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হচ্ছেন মো. নজরুল ইসালাম (গ্যাস সিলিন্ডার প্রতীক), মোঃ হাবিবুল্লাহ (আইসক্রীম প্রতীক), মোঃ হাফিজুর রহমান (তালা প্রতীক), আলমগীর হোসেন (মাইক প্রতীক), মোঃ গোলাম মোস্তফা (পানপাতা প্রতীক), মোঃ ফজলুর রহমান (বৈদ্যুতিক বাল্ব)), মোঃ জুবাইদুল ইসলাম রাজন (ঘুড়ি প্রতীক), মোঃ সাদমান সৌমিক মুন (চশমা প্রতীক), ফরিদ আহম্মেদ নিলু (টিয়া পাখি প্রতীক), এ, বি, এম, সাইফুল মালেক (বই প্রতীক), মোঃ জান্নাতুল ইসলাম টুটুল (টিউবওয়েল প্রতীক), মোঃ আজিজুল হক (পালকি প্রতীক), মোঃ শাহজাহান আলী (উড়োজাহাজ প্রতীক) ও মোঃ আব্দুর রহিম (টাইপ রাইডার) প্রতীক। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হচ্ছেন জেসমিন আক্তার (প্রজাপতি প্রতীক), ফুলমালা বেগম ( পদ্ম ফুল প্রতীক), চাম্পা বেগম (ফুটবল প্রতীক), জাহানারা বেগম জলি (কলস প্রতীক) ও লিপি বেগম (হাঁস প্রতীক)।

অপরদিকে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝিনাইগাতীতে চেয়ারম্যান পদের প্রার্থীরা হচ্ছেন আমিনুল ইসলাম বাদশা ( দোয়াত কলম প্রতীক) বিশ্বজিৎ রায় (আনারস প্রতীক), ফারুক আহমেদ (মোটরসাইকেল প্রতীক), একেএম ছামেদুল হক (ঘোড়া প্রতীক) ও মোহাম্মদ সরোয়ার বাহাদুর লাল (কাপ-পিরিচ প্রতীক)।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন রকিবুল ইসলাম রোকন (চশমা প্রতীক), জহুরুল ইসলাম (গ্যাস সিলিন্ডার প্রতীক), মোখলেছুর রহমান (বই প্রতীক), মেহেদী হাসান মামুন (মাইক প্রতীক), মোঃ আব্দুল কাদের (টিয়া পাখি প্রতীক), মোঃ আব্দুল মান্নান (বৈদ্যুতিক বাল্ব প্রতীক), মোঃ ফজলুল করিম (তালা প্রতীক), মোঃ মিন্টু মিয়া (টাইপ রাইটার প্রতীক), মোঃ মুনায়েম হোসেন (উড়োজাহাজ প্রতীক), মোঃ শাহ আলম (পালকি প্রতীক), মোঃ হারুন অর রশীদ (আইসক্রিম প্রতীক) ও মোফাজ্জল হোসেন (টিউবওয়েল প্রতীক)।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোছাঃ আকলিমা বেগম (সেলাই মেশিন প্রতীক), শেফালী বেগম (বৈদ্যুতিক পাখা প্রতীক), সুফিয়া (পদ্ম ফুল প্রতীক), রুপালী বেগম (কলস প্রতীক), নাছিমা বেগম (হাঁস প্রতীক), জেসমিন আক্তার (ফুটবল প্রতীক) ও লাইলী বেগম (প্রজাপতি প্রতীক)।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শ্রীবরদীতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৯। কেন্দ্র সংখ্যা ৮৬টি। আর ঝিনাইগাতীতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৩০ জন। কেন্দ্র সংখ্যা ৫৫ টি।

এবারের নির্বাচনে শ্রীবরদীতে দুইজন ভাইস চেয়ারম্যান পদে ও ঝিনাইগাতীতে একজন চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ঝিনাইগাতীতে একজন জাসদের প্রার্থী রয়েছেন। অপর সকল প্রার্থী আওয়ামী লীগের। ফলে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরাও বেছে নিচ্ছেন পছন্দের প্রার্থীকে।

শ্রীবরদীতে ভোটের মাঠে বেশি শোনা যাচ্ছে হেলিকপ্টার, কই মাছ, মোটরসাইকেল ও কাপ পিরিচ প্রতীকের নাম। অপরদিকে ঝিনাইগাতীতে দোয়াত কলম আর মোটরসাইকেল প্রতীকের নাম। তবে প্রতিদিন পরিবর্তন হচ্ছে ভোটের মাঠ। অনেকে বলছেন, যে প্রার্থী যত বেশি মানুষের দ্বারে দ্বারে যেতে পারবে সেই পড়বে জয়ের মালা। তবে পূর্ণাঙ্গ ফলাফল দেখতে অপেক্ষা করতে হবে ৮ মে পর্যন্ত।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়