ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

শেরপুরের নালিতাবাড়ীতে যত্ন প্রকল্পের টাকা বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ১৮ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারের নিরাপত্তা বেষ্টনীর আওতায় শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধনে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেষ্ট (আইএসপিপি) যত্ন প্রকল্পের আওতায় অতিদরিদ্র মায়েদেরকে টাকা বিতরণ করা হচ্ছে।

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই প্রকল্পের টাকা বিতরণ কাজ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল ১৭ নভেম্বর বুধবার পোড়াগাঁও ইউনিয়নের ১ হাজার ৮৪ জন মা সরকারের এই উপহার পেয়ে খুশি মনে বাড়ি ফিরেছেন।

ইউনিয়নের বারোমারী বাজার বেগম রৌশনার একাডেমিতে যত্ন প্রকল্পের এই টাকা মায়েদের হাতে নগদ প্রদান করা হয়েছে। টাকা পেয়ে মায়েরা আনন্দে উৎফুল্ল হয়ে ধন্যবাদ জানান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এলাকার সাংসদ বেগম মতিয়া চৌধুরীকে।

এসময় পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আজাদ মিয়া সরকারের এমন কার্যক্রমের প্রশংসা করেন। শিশুদের পুষ্টির চাহিদা পূরণে যত্ন প্রকল্প মায়েদের নগদ অর্থ প্রদান করে দরিদ্র মানুষের ব্যাপক উপকার করছেন বলে তিনি জানান। এই ইউনিয়নে প্রকল্পের ৮৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়