ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

শেরপুরের ঝিনাইগাতীতে নির্মিত হচ্ছে পানির হাউজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ১৭ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের নলকুড়া-রাংটিয়া মৌজার মহারশি নদীতে বিগত ২০১৩ সালে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)’র অর্থায়নে এবং এলজিইডি শেরপুরের বাস্তবায়নে মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নামে একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। রাবার ড্যামটি নির্মাণের পর থেকে এ উপজেলার ১ হাজার ২ শত হেক্টর জমি বোরো আবাদের আওতায়ভুক্ত হয়। ইতিমধ্যেই ঝিনাইগাতী উপজেলাসহ নালিতাবাড়ীর সীমান্ত অঞ্চলের কিছু অংশ বোরো আবাদের আওতায় আনতে উপজেলার মহারশি নদীর উত্তর হলদীগ্রামে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)’র অর্থায়নে এবং এলজিইডি শেরপুরের বাস্তবায়নে বৃহৎ পরিসরে নির্মিত হচ্ছে পানির হাউজ। এ হাউজের পানি দ্বারায় ঝিনাইগাতী উপজেলা ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকার কিছু অংশ মিলে প্রায় ৫ হাজার হেক্টর জমি বোরো আবাদের আওতায় আসবে বলে জানা গেছে।

ম্যাপ অনুযায়ী জানা যায়, ঝিনাইগাতী উপজেলাতেই সাড়ে ৪ হেক্টর জমি এ প্রকল্পের আওতায় রয়েছে। ঝিনাইগাতীর পানি নালিতাবাড়ী যাচ্ছে এ বিষয়টি নিয়ে কৃষকদের মাঝে ইতিমধ্যেই ভুল বুঝাবুঝি ও বিতর্ক দেখা দেয়। ভুল বুঝাবুঝি সমাধান কল্পে গতকাল ১৬ নভেম্বর মঙ্গলবার সকালে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন।

এ প্রকল্পের সফলতা তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন, সভার বিশেষ অতিথি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির।

এসময় উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক জানান, বোরো আবাদসহ কৃষকদের যাতায়াতের রাস্তা ও কৃষিপণ্য রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, নলকুড়া ইউপি চেয়ারম্যান মজনু মিয়া, উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলমসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ নির্মাণাধীন পানির হাউজ ও উপজেলার হলদীগ্রামের জিরো পয়েন্টে যান এবং সরেজমিনে পরিদর্শন করেন। সেই সাথে আগামী ২০ নভেম্বর বিকেলে রাবারড্যাম সংলগ্ন এলাকায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন এর উপস্থিতিতে সভার আহবান করা হয়। উক্ত সভার মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা যায়।

একটি সূত্রে জানা যায়, কিছু অসাধু পানি ব্যবসায়ী ঝিনাইগাতীর পানি নালিতাবাড়ীতে যাচ্ছে এমন কথা বলে এ প্রকল্প নিয়ে কৃষকদের মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি করছে। প্রকল্পটি ঝিনাইগাতী উপজেলার কৃষকদের জন্য শতভাগ সফলতা নিয়ে আসবে বলে প্রকল্পের ম্যাপ অনুযায়ী দেখা যায়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়