ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

মেডিকেল ভর্তি পরীক্ষায় সবার সেরা মীম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ৫ এপ্রিল ২০২২  

সুমাইয়া মোসলেম মিম

সুমাইয়া মোসলেম মিম

২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফলে প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মিম নামের এক শিক্ষার্থী।

মিম খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। তার প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৫। ছেলেদের ক্ষেত্রে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ৫।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ ফল প্রকাশ করেন।

মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ২৩০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হয়েছেন। মােট ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। সরকারি মেডিকেলে ভর্তির যোগ্যতায় মেয়েরা ছেলেদের তুলনায় বেশি এগিয়ে রয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়