ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

নওগাঁয় ঘন কুয়াশা : তাপমাত্রা ১৪ ডিগ্রি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ১০ ডিসেম্বর ২০২৩  

নওগাঁয় ঘন কুয়াশা : তাপমাত্রা ১৪ ডিগ্রি

নওগাঁয় ঘন কুয়াশা : তাপমাত্রা ১৪ ডিগ্রি

ভোর থেকেই নওগাঁয় ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। রোববার ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিলাস। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান।

তিনি জানান, রোববার সকালে জেলায় এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চারদিকে ঘন কুয়াশা দিয়ে ঢাকা আছে। কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো পানি পড়ছে। এমন আবহাওয়া আরো দুই থেকে তিন দিন থাকতে পারে।তিনি আরো জানান, সারাদেশের সঙ্গে নওগাঁতেও আজ সারাদিনের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। এ ছাড়া নদী তীরবর্তী এলাকাগুলোতে সারাদিনই ঘন ও মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবার সম্ভাবনা আছে।

এদিকে সকাল থেকেই ঘন কুয়াশার কারণে বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। তারা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে বাহিরে কিছু দেখা যাচ্ছে না। এর ফলে কর্মক্ষেত্রে পৌঁছাতে তাদের গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়