ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

নওগাঁয় গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে সেনাবাহিনীর ৪০০টি কম্বল বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৬, ১০ জানুয়ারি ২০২৪  

নওগাঁয় গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে সেনাবাহিনীর ৪০০টি কম্বল বিতরণ

নওগাঁয় গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে সেনাবাহিনীর ৪০০টি কম্বল বিতরণ

নওগাঁর রাণীনগর উপজেলায় গরীব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে ৪০০টি কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার (৯ জানুয়ারি) কম্বলগুলো বিতরণ করে ১১ পদাতিক ডিভিশনের ২৬ পদাতিক ব্রিগেডের অধীন ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগর এলাকায় স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন। 

এ সময় উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম, এবং ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুজ্জামান। 

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়