ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকা প্রদান শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ১৭ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কলেজ শিক্ষার্থীদের করোনার টিকাদান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রথম ধাপে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

প্রথম দিন চট্টগ্রাম কলেজ, সরকারি মহিলা কলেজ ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের (বাওয়া) শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে টিকাপ্রত্যাশী শিক্ষার্থীরা নির্ধারিত তিনটি কেন্দ্রে ভিড় করেন।

টিকা কারা পাবেন, তা নির্ধারণের দায়িত্বে রয়েছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। আর টিকা ব্যবস্থাপনা করে চলেছে সিভিল সার্জন কার্যালয়।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিয়াউল হায়দার গণমাধ্যমকে বলেন, এখন শুধু এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম ধাপে টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব পরীক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়