ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

কিশোরগঞ্জের মিঠামইনে ৬ মাসব্যাপী ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ৬ মে ২০২৪  

কিশোরগঞ্জের মিঠামইনে ৬ মাসব্যাপী ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন

কিশোরগঞ্জের মিঠামইনে ৬ মাসব্যাপী ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন

কিশোরগঞ্জের মিঠামইনে ফ্রিল্যান্সার উদ্যোক্তা তৈরি করতে ৮০ জন শিক্ষিত নারী নিয়ে ৬ মাসব্যাপী ফ্রি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।গতকাল রোববার (৫ মে) বিকেলে উপজেলার গোপদিঘি জিন্নাতুননেসা উচ্চবিদ্যালয় হলরুমে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন।

‌জানা গেছে, ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে মিঠামইনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ‘হার পাওয়ার প্রকল্পে’র অধীনে দ্বিতীয়ধাপে গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বিষয়ক ফিল্যান্সার প্রশিক্ষণ বিনামূল্যে অনুষ্ঠিত হবে।

মিঠামইন, অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮০ জন শিক্ষিত নারীকে গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। ৬ মাস প্রশিক্ষণ শেষে আগামী অক্টোবর মাসে বিনামূল্যে সকল প্রশিক্ষনার্থীকে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা হবে।

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গোপদিঘি জিন্নাতুননেসা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান রতন, হার পাওয়ার প্রজেক্ট কোর্স কোয়াডিনেটর ফয়সাল আহম্মেদ, ট্রেইনার হার পাওয়ার প্রজেক্ট, তন্ময় দাস তমাল, মো. ফরিদুল ইসলাম এবং প্রশিক্ষণার্থী লীজা সুলতানা প্রমুখ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়