ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ৬ মে ২০২৪  

ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফিলিস্তিনিদের গাজায় সাত মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে। এ হামলা বন্ধ এবং মার্কিনী সহযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এবার এই বিক্ষোভের পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। 

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থন জানিয়ে কুবি শাখা ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ 

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপি চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার (০৬ মে) সাড়ে বারোটার দিকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা স্বাধীন রাষ্ট্রের ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে মিছিল করে। 

ক্যাম্পাসের গোল চত্বর প্রাঙ্গণে এ পদযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে এসে শেষ হয়। পদযাত্রায় কুবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত হয়। 'ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। ফিলিস্তিন ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' সহ বিভিন্ন স্লোগানে নেতাকর্মীরা ফেটে পড়ে। 

ফিলিস্তিনের পতাকা হাতে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন এর নেতৃত্বে নিরীহ ফিলিস্তিনের উপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

"জয় বাংলা, জয় বঙ্গবন্ধু "স্লোগানে সোমবার (৬ মে) বেলা পৌনে ১২ টায় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। গাজা যুদ্ধকে গণহত্যা উল্লেখ করে "স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক"; "গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো " স্লোগানে শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে বিক্ষোভ মিছিল।

ফিলিস্তিনের পতাকা হাতে ইবি ছাত্রলীগের বিক্ষোভ ও সমাবেশ

ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সোমবার (৬ মে) দুপুর ১ টায় ছাত্রলীগের 'দলীয় টেন্ড' থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন শ্লোগান লিখিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্ডে এসে শেষ হয়। পরে সেখানে ছাত্র সমাবেশে অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে শাখা ছাত্রলীগের কয়েক'শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বেরোবি ছাত্রলীগের সমাবেশ

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বিশ্বব্যাপী শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ।
 
সোমবার ( ৬ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামিম, সহ-সভাপতি তন্ময়, তানভির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, নেসার উদ্দীন, রাকিবুল হাসান রুপমসহ ছাত্রলীগের প্রায় ২ শতাধিক নেতাকর্মী।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়