ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

ইতিহাসে আজকের এই দিনে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ১ মে ২০২৪  

ইতিহাসে আজকের এই দিনে

ইতিহাসে আজকের এই দিনে

আজ বুধবার, ১ মে ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আজকের ঘটনাবলি:

৩০৫ – ডায়োক্লেটিয়ান ও ম্যাক্সিমিয়ান, রোমান সম্রাটের অফিস থেকে অবসর গ্রহণ করেন।

৮৮০ – কনস্টান্টিনোপলে নিয়া একেলেসিয়া চার্চের উদ্বোধন হয়। এর ফলে পরবর্তীতে অর্থোডক্স চার্চগুলোতে ক্রস-ইন-স্কয়ার নির্মাণশৈলীর ব্যবহার শুরু হয়।

১৩২৮ – স্কটল্যান্ডীয় স্বাধীনতা যুদ্ধ শেষ হয়: এডিনব্র-নর্দাম্পটন চুক্তি স্বাক্ষরিত হয়, এবং কিংডম অফ ইংল্যান্ড, কিংডম অফ স্কটল্যান্ডকে তার একটি স্বাধীন প্রদেশ হিসেবে ঘোষণা করে।

১৫৭৬ – প্রিন্স অফ ট্রান্সিলভানিয়া পদে অধিষ্ঠিত স্টেফান ব্যাট্রয়, অ্যানা জ্যাগিয়েলনকে বিয়ে করেন, এবং তারা দুজন একই সাথে পোলিশ-লিথুনিয়ান কমনওয়েলথের শাসক হিসেবে অধিষ্ঠিত হন।

১৫৭৮ – ইংল্যান্ডের উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালনা আবিষ্কার করেন।

১৭০৭ – অ্যাক্ট অফ ইউনিয়ন স্বাক্ষরিত হয়; এর ফলে কিংডম অফ ইংল্যান্ড ও কিংডম অফ স্কটল্যান্ড একত্রিত হয়ে কিংডম অফ গ্রেট ব্রিটেন গঠিত হয়।

১৭৪৮ – পম্পেই নগরীর ধ্বংসাবশেষ পাওয়া যায়।

১৭৫১ – আমেরিকায় প্রথম ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হয়।

১৭৫৩ – কার্ল লিনিয়াস রচিত স্পেসিস প্লান্টারাম প্রকাশিত হয়, এবং আইসিবিএন কর্তৃক আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয়।

১৮৮৫ – ব্যবসার জন্য মূল শিকাগো বোর্ড অফ ট্রেড বিল্ডিং খুলে দেওয়া হয়।

১৮৮৬ – যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটে পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের উপর গুলি চালালে ব্যাপক প্রাণহানি হয়।

১৮৯০ – খ্রিস্টাব্দের এই দিন থেকে আন্তর্জাতিক মে দিবস পালন শুরু।

১৮৯১ – লন্ডন-প্যারিস টেলিফোন যোগাযোগ শুরু হয়।

১৮৯৩ – শিকাগোতে ওয়ার্ল্ড’স কলম্বিয়ান এক্সপোজিশন শুরু হয়।

১৮৯৪ – কক্সে’স আর্মি, যুক্তরাষ্ট্রের প্রথম বড় ধরনের প্রতিবাদ মিছিল ওয়াশিংটন ডি.সি.-তে পদার্পণ করে।

১৮৯৭ – স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

১৯০১ – নিউ ইয়র্কের বাফেলোতে প্যান-আমেরিকান এক্সপোজিশন শুরু হয়।

১৯১৩ – বিখ্যাত শিশু পত্রিকা সন্দেশ প্রকাশিত হয়।

১৯৫০ – গুয়াম মার্কিন যুক্তরাষ্ট্র কমনওয়েলথের আওতাধীন হয়।

১৯৫৬ – জোনাস সল্ক আবিষ্কৃত পোলিও টীকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

১৯৬৫ – আরওসি ও পিআরসি’র মধ্যে ডোং-ইনের নৌযুদ্ধ শুরু হয়।

১৯৭১ – যুক্তরাষ্ট্রে রেলযাত্রীদের সেবা দিতে এমট্র্যাক প্রতিষ্ঠান চালু হয়।

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোস্টারিকা।

১৯৭৭ – শ্রমিক দিবস উদ্‌যাপনের সময় ইস্তানবুলের টাকসিম স্কয়ারে এক হামলায় ৩৬ জন মানুষ নিহত হন।

১৯৭৮ – জাপানের নাওমি উয়েমুরা কুকুর চালিত গাড়িতে করে সর্ব প্রথম মানুষ হিসেবে, সম্পূর্ণ এককভাবে উত্তর মেরুতে পৌঁছান।

১৯৭৮ – বাংলাদেশে জাগদল, যাদু মিয়ার ন্যাপ, কাজী জাফরের ইউপিপি, মুসলিম লীগ মিলে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন।

১৯৮২ – টেনেসির নক্সভিলে ১৯৮২ ওয়ার্ল্ড’স ফেয়ার শুরু হয়।

আজকে যাদের জন্ম হয়:

১২২০ – জাপানের সম্রাট গো-সাগা।

১৬৭২ – জোসেফ এডিসন, ইংরেজ সাংবাদিক ও রাজনীতিবিদ।

১৭৬৯ – আর্থার ওয়েলেসলি, আইরিশ বংশোদ্ভূত ইংরেজ ফিল্ড মার্শাল ও রাজনীতিবিদ।

১৮২৫ – জোহান জ্যাকব বামার, সুইস গণিতবিদ এবং পদার্থবিদ।

১৮৮১ – পিয়ের তাঁয়ার দ্য শারদাঁ, ফরাসি দার্শনিক ও জীবাশ্মবিদ।

১৮৯৮ – সাহিত্যিক-সাংবাদিক মাহবুব-উল-আলম।

১৯০৯ – ইয়ানিস রিটস্‌, গ্রিক কবি ও নাট্যকার।

১৯১৬ – গ্লেন ফোর্ড, কানাডিয়ান-আমেরিকান অভিনেতা এবং প্রযোজক।

১৯১৯ -মোহাম্মাদ করিম লামরানি, মরক্কোর ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী।

১৯২৩ – জোসেফ হেলার, মার্কিন ঔপন্যাসিক।

১৯২৫ – সরদার ফজলুল করিম, বাংলাদেশের বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রবন্ধকার।

আজকে যাদের মৃত্যু হয়:

০৪০৮ – আরকাডিউস, বাইজান্টাইন সম্রাট।

৬৮০ – উমাইয়া খলিফা মুয়াবিয়া।

১১৮৫ – শেনজঙ, চীনের সম্রাট।

১২৩৫ – দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ।

১৩০৮ – প্রথম আলবার্ট, জার্মানির রাজা।

১৭০০ – জন ড্রাইডেন, সপ্তদশ শতাব্দীর ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।

১৮৫৯ – ড. জন ওয়াকার, দেশলাইয়ের উদ্ভাবক।

১৮৭৩ – ডেভিড লিভিংস্টোন, স্কটস বংশোদ্ভূত ইংরেজ মিশনারি ও পর্যটক।

১৯০৪ – আন্তনিন দ্ভরাক, চেক সুরকার।

১৯৪৫ – জোসেফ গোয়েবলস, নাৎসি প্রচারমন্ত্রী।

১৯৭৩ – আসগের জর্ন, ডেনিশ চিত্রশিল্পী ও ভাস্কর।

১৯৭৮ – অরাম খাচাটুরিয়ান, জর্জিয়ান বংশোদ্ভূত আর্মেনিয় সুরকার ও কন্ডাকটর।

১৯৮০ – শোভা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৯৩ – পিয়ের‌ বেরেগোভোয়া, ফরাসি প্রধানমন্ত্রী।

১৯৯৩ – রানাসিংহে প্রেমাদাসা, শ্রীলংকান রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।

১৯৯৮ – কিরণশঙ্কর সেনগুপ্ত, বিশিষ্ট বাঙালি কবি।

২০০০ – স্টিভ রিভস, আমেরিকান বডি বিল্ডার এবং অভিনেতা।

২০০০ – বিদ্যুৎ গাঙ্গুলী, ভারতের পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী।

২০১১ – হেনরি কুপার, ইংরেজ মুষ্টিযোদ্ধা।

২০১৫ – অমিতাভ চৌধুরী, বিশিষ্ট বাঙালী সাহিত্যিক ও সাংবাদিক।

২০১৮ – অশোক মিত্র প্রখ্যাত ভারতীয় অর্থনীতিবিদ বামপন্থী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

সর্বশেষ
জনপ্রিয়