ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

কবিতা পর্ব : হৃদয় দহন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ১ মে ২০২৪  

কবিতা পর্ব : হৃদয় দহন

কবিতা পর্ব : হৃদয় দহন

হৃদয় দহন

প্রেতপুরী সূর্য—আপসে কত হৃদয় পোড়ালে?
হাড়ক্লিষ্ট শরীরে তাম্রবর্ণ হৃৎপিণ্ড ছাড়া কিছুই নেই
পাঁজরের উদ্যানে সহস্র কোটি কোষের অগ্নিবানে
আস্ত মানব মানচিত্র পুড়ে ছাই।
আকাশের নীল সায়ানাইট চুইয়ে চুইয়ে পড়ছে
পার্থিব অভাবী আর ক্ষুধার্তদের খাবারের থালায়।
কী বিচিত্র পৌরাণিক জীবনবোধ—তবুও
পরিশ্রান্ত ধোঁয়াশা চোখের অন্ধ বর্ণে বর্ণে
অনিশ্চিত ভবিষ্যতের মরীচিকার দেওয়াল।
শহরের সবাই ক্লান্ত ভাতঘুমে ঢলে আছে
অনন্ত ধ্রুব মৃত্যুর মতো প্রাণবিলাসী।
বাহুডোরে রেশমের মতো স্নিগ্ধ প্রেয়সীর আশ্রয়
যেখানে এক পাতালপুরীর মায়াবিনাশী গরল আস্তরণ।
অনিঃশেষ প্রাণে প্রাণে জ্যোৎস্নার ডানা মেলে
বীভৎস পোড়া চোখ জাগে অলৌকিক স্বপ্নের আলোয়।

****

সর্বশেষ
জনপ্রিয়