ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

মূত্রথলির ক্যান্সার : যেসব উপসর্গে সতর্ক হবেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ১৫ মে ২০২৪  

মূত্রথলির ক্যান্সার : যেসব উপসর্গে সতর্ক হবেন

মূত্রথলির ক্যান্সার : যেসব উপসর্গে সতর্ক হবেন

ধূমপানসহ জীবনযাপনে নানা বদভ্যাসের কারণে বাড়ছে ব্লাডার বা মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি। চিকিৎসকরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি বাড়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। 

মূত্রথলিতে ক্যান্সার হওয়ার অন্যতম কারণ ধূমপান। ধূমপায়ীদের মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি অধূমপায়ীদের থেকে অনেক বেশি। এ ছাড়া, যারা প্রস্রাবের ক্রনিক সংক্রমণে ভোগেন, তাদেরও এর ঝুঁকি অনেক বেশি। 

এর প্রধান উপসর্গ হলো মূত্রের সঙ্গে রক্তপাত। কখনও গাঢ় লাল রঙের রক্তপাত, কখনও হালকা রঙের। এই উপসর্গ দেখলে দেরি করা ঠিক না, দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। আরও যেসব উপসর্গ দেখলে সতর্ক হবেন— 
• বার বার প্রস্রাবের বেগ আসা 
• সারা দিনে বহু বার প্রস্রাবের বেগ আসে, কিন্তু প্রস্রাব হয় না, আটকে যায়
• প্রস্রাবের সঙ্গে রক্ত দেখতে পাওয়া বা কালচে রঙের প্রস্রাব হওয়া, সঙ্গে থাকে জ্বালাভাব।
• প্রস্রাবের সময় যন্ত্রণা 
• তলপেট আর কোমরে তীব্র যন্ত্রণা।

সর্বশেষ
জনপ্রিয়