দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: নাজমুল হাসান পাপন

নিজস্ব প্রতিবেদক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২ ডিসেম্বর ২০২৩ শনিবার | আপডেট: ০৯:৫৯ পিএম, ২ ডিসেম্বর ২০২৩ শনিবার

দৈনিক কিশোরগঞ্জ

দৈনিক কিশোরগঞ্জ

জল্পনা-কল্পনার পর নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

গত ১৫ নভেম্বর ২০২৩ইং তারিখ সন্ধ্যা ৭টায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ি ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নাজমুল হাসান পাপন। ২৬ নভেম্বর ২০২৩ইং তারিখ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নাজমুল হাসান পাপন নৌকা প্রতীক পাওয়ার খবর শোনার সাথে সাথেই নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও নাজমুল হাসান পাপনের সমর্থক গোষ্টি আনন্দ উল্লাসে মেতে উঠেন।

নাজমুল হাসান পাপন বলেন স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক 'নৌকা'। দেশকে সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিতে 'নৌকা মার্কায়' ভোট দিন।